
এস.ই.ও SEO শিখে আয় করার উপায় এস.ই.ও(SEO) কি SEO এর প্রধান কাজ হলো আপনার ওয়েবসাইট বা ব্লগকে গুগলে টপ র্যাংকিং করা। ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি ভ্রমণ বিষয়ে লিখালিখি করেন। আপনার একটি লিখা আছে সেন্টমার্টিন ভ্রমণ এর উপর। লিখাটিকে যদি আপনি সফলভাবে SEO এর মাধ্যমে টপ র্যাংকিং করান তাহলে যদি কেউ গুগলে সেন্টমার্টিন ভ্রমণ লিখে সার্চ দেয় তাহলে প্রথমেই আপনার লিখা পাবে আর ৯০% ক্ষেত্রেই মানুষ প্রথম লিখাটি-ই পড়ে। আপনি যদি এসইও করে আপনার ওয়েবসাইট টপ র্যাংক করান তবে আপনার ওয়েবসাইটে পাঠকের সংখ্যা তথা ট্রাফিক বৃদ্ধি পাবে। লেখক হিসেবে আপনার লিখা বেশি মানুষ পড়বে এটা আপনার কাম্য। SEO থেকে আয় কিভাবে হবে?
একটি উদাহরণ দিয়ে বলি। আপনি যদি কোনো কিবোর্ড/মাউস কিনতে চান আর গুগলে তার সম্পর্কে সার্চ করেন তবে প্রথমেই আপনি দেখবেন Startech নামের প্রতিষ্ঠানের পণ্য সবার উপরে দেখবেন কারণ সেগুলো এসইও করা। এভাবে আপনার যদি কোনো ইকমার্স সাইট থাকে সেখানে স্বাভাবিকভাবেই সফলভাবে এসইও করা থাকলে আপনার ওয়েবসাইটে ভিউ বেশি হবে আর আপনার পণ্যের সেলও বাড়বে। আএ যদি ইকমার্স সাইট না থেকে আপনার ব্যাক্তিগত ব্লগ সাইট বা নিউজপেপার থাকে তাহলেও আপনি আয় করতে পারবেন। আপনার সাইটে ভিউ ভালো হলে আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পেলে আপনার সাইটে বিভিন্ন এড বা বিজ্ঞাপন প্রদর্শিত হবে। ভিজিটররা সেগুলা যত বেশি দেখবে আপনি তার জন্য গুগল থেকে টাকাও বেশি পাবেন। আবার অনেক বেশি ভিউ থাকলে অন্যান্য প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করে আপনার সাইটে বিজ্ঞপ্তি দিতে চাইবে। আবার এফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারবেন। আবার বিভিন্ন মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং করার সাইট যেমন-ফাইবার,আপওয়ার্ক ইত্যাদিতে ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইট এসইও করার জন্য লোক দরকার হয়। আপনি যদি এসইওর কাজটা ভালোভাবে পারেন তবে মার্কেটপ্লেসেও রয়েছে কাজের সুযোগ! এস ই ও শিখতে কি কি লাগে? এস ই ও শেখার জন্য কম্পিউটর এবং ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। SEO শেখার জন্য ভিন্ন ভাবে কোন কিছুর দরকার নেই।
অবশ্যই আপনাকে কোর্স ক্রয় করতে হবে এসইও শেখার জন্য। কোর্স বা টিউটোরিয়াল ছারা কোন ভাবেই এসইও শিখতে পারবেন না। সাধারনত প্রতিটি এস ই ও টিউটোরিয়াল মূল্য ২০ থেকে ৫০ ডলার পর্যন্ত। আপনি Udemy থেকে SEO কোর্স ক্রয় করতে পারবেন। তাছার আপনি চাইলে ইউটিউব থেকে এস ই ও বিষয় প্রাথমিক ধারনা নিতে পারেন। প্রাথমিক ধারনা থাকলে পরর্বতীতে কোর্স করতে সুবিধা হবে। কারন এস ই ও অনেক বিষয় আছে যা প্রথম দিকে আপনার বুঝতে সমস্যা হবে। এস ই ও শিখতে কত দিন লাগে? একটি কোর্স শেষ করতে ২০ থেকে ৩০ ঘন্টা সময় লাগে। তার মানে ২০ থেকে ৩০ ঘন্টা সময় ব্যয় করলে আপনি এস ই ও শিখতে পারবেন। এখন আমার প্রশ্ন হল ২০ থেকে ৩০ ঘন্টা কাজ শেষ করে কি আপনি এস ই ও করতে পারবেন। হ্যাঁ আপনার প্রাথমিক একটা ধারনা হবে। কিন্তু আপনি নিজের কখনো এস ই ও কাজ করার যোগ্য করে তুলতে পারবেন না। এস ই ও কাজ ভালো ভাবে শিখতে হলে আপনার নিজের একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। এবার নিজের ব্লগ সাইটেকে লক্ষ করে এস ই ও করতে হবে। এই ব্লগ সাইটি পরর্বতীতে আপনাকে কাজ পাওয়ার জন্য সহযোগিতা করবে।
কারন বায়ার যখন আপনার কাছে জানতে চাইবে আপনি কোন কোন ওয়েবসাইটের এস ই ও কাজ করেছেন তখন আপনার ব্লগ সাইটি প্রদর্শন করতে পারবেন। সব থেকে বড় বিষয় হল ব্লগ সাইটি আপনাকে ফ্রি প্রাকটিস করার সুযোগ তৈরি করে দিবে। সুতরাং এস ই ও পরিপূর্ণ ভাবে শিখতে অনেক অনেক দিন সময় লাগে। এস ই ও শেখার পর এস ই ও কাজ করাটা অনেক কঠিন। কারন এস ই ও কাজের জন্য অনেক সময় দিতে হয়। বিশেষ করে অফপেজ SEO করার জন্য।