কম্পিউটার স্টার্ট করার জন্য প্রথমে মনিটর ও পিসির পাওয়ার বাটনে ক্লিক করুন, করে কিছুক্ষণ অপেক্ষা করুন, অল্প সময়ের মধ্যে আপনার কম্পিউটার চালু হয়ে যাবে।এখানে কিছু শিখার নেই। তবে বন্ধ করার কিছু সিস্টেম আপনাকে সব সময় মেনে চলতে হবে।
কখনই কম্পিউটার চালু অবস্তায় তার টেনে খুলে কম্পিউটার বন্ধ করা যাবে না।
কম্পিউটার চালু অবস্তায় পাওয়ার বাটনে টিপ দিয়ে কম্পিউটার বন্ধ করা যাবে না।তবে হে- যদি কখনো কম্পিউটার চলতে চলতে হ্যাং বা আটকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপণী পাওয়ার বাটন চেপে ধরে রেখে বন্ধ করাতে পারবেন। তবে এই পদ্ধতি যত সম্ভব পারা যায় এরিয়ে যাওয়াই উত্তম।
এবার দেখি সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করার নিয়ম। কম্পিউটার বন্ধ করার আগে চলমান সব প্রোগ্রাম বন্ধ করে নিতে হবে, এরপর আপনাকে হাতের বামে একবারে নিচে start menu থেকে start বাটনে ক্লিক করতে হবে । ক্লিক করলে স্টার্ট মেনু দেখা যাবে ।সেখানে Turn off computer এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখানো হল।

ক্লিক করার পর Turn off computer ডায়ালগ বক্সটি আসবে নিচের ছবির মত দেখতে।
