এটি মূলত কম্পিউটারের বাইনারী কোডগুলোকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে মনিটরে পাঠায় এবং মনিটর তা প্রদর্শন করে থাকে।
যেহুতু গ্রাফিক্স কার্ডই কম্পিউটারের আউটপুটকে মনিটরে পিকচার আকারে প্রদর্শন করে থাকে তাই এটির উপর মনিটরের ডিসপ্লের ছবির স্বচ্ছতা, কালার কারেকশন, পিক্সেল পার্ফেক্টশন এবং অন্যান্য গ্রাফিক্যাল ব্যাপার স্যাপার নির্ভর করে।
গ্রাফিক্স কার্ডের ব্যবহারঃ
মূলত যে সকল কাজে খুব নিখুঁত পিক্সেল পার্ফেক্ট পিকচার মনিটরের আউটপুটে দেখা প্রয়োজন হয়, সে সকল কাজ করার জন্য ব্যবহৃত পিসিতে অবশ্যই ভালোমানে একটা এক্সর্টা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হয়।
সাধারণত হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি মনিটরে দেখানোর জন্য, এছাড়াও গ্রাফিক্স ডিজাইনারদের সফটওয়্যার ও কালার কারেকশন ভিডিও ইডিটরদের শটটাইম রেন্ডারিং ছাড়াও বিভিন্ন এনিমেশন জাতীয় কাজে গ্রাফিক্স কার্ড অনেক বেশি ব্যবহার হয়।
হ্যালো "Infobd71" বাসী ,আমি মোঃ আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Infobd71 আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।