প্রিন্টার কি? ও কত প্রকারপ্রিন্টার

প্রিন্টার হল কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের

কোন লেখা ও ছবি কে কাগজের উপর ছাপানোর জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

প্রিন্টার কত প্রকার ও কি কি?

প্রিন্টার দুই প্রকার ১. ইমপ্যাক্ট প্রিন্টার, ২. নন ইমপ্যাক্ট প্রিন্টার।

১. ইমপ্যাক্ট প্রিন্টার :

এমন এক ধরনের প্রিন্টার যা কাগজের সাথে কালি ফিতের সরাসরি যোগের মাধ্যমে কাজ করে । প্রিন্ট করার সময় কাগজের উপর impack অর্থাৎ চাপ প্রয়োগ করে প্রিন্ট করে তাই একে ইমপ্যাক্ট প্রিন্টার বলে।

ইমপ্যাক্ট প্রিন্টার কে প্রিন্টার কে আবার দুই ভাবে ভাগ করা যায়

# ডট মেট্রিক্স প্রিন্টার :

এই প্রিন্টার গুলো 1970 – 1980 দশকে বেশি ব্যবহার করা হতো। বর্তমানে এই ধরনের প্রিন্টার গুলো খুব কম ব্যবহার করা হয়। এই প্রিন্টারের মাধ্যমে প্রত্যেকটি অক্ষর বা শব্দ ডট ডট দিয়ে প্রিন্ট করা হতো প্রিন্টারের খরচাও অনেক কম হতো । তাহলে ডট মেট্রিক্স প্রিন্টার কি এই বিষয় টি আপনারা বুঝতে পারবেন ।

## ডেইজি হুইল প্রিন্টার :

এই ধরনের প্রিন্টারে একটি Wheel থাকে যেটি ফুলের পাপড়ির মত দেখতে। এই প্রিন্টারের Wheel এর প্রতিটি দন্ড তে অক্ষর বসানো থাকে। যখন ডিক্স টি বা Wheel টি ঘুরতে থাকে যখন কাগজের মুখোমুখি হয় কোন চাপের মাধ্যমে কাগজে প্রিন্ট করে। এই ধরনের প্রিন্টারে প্রিন্ট করতে বেশি সময় লাগে। পএই প্রিন্টার গুলি প্রতি সেকেন্ডে 10-75 টি অক্ষর মুদ্রণ করে।

২. নন ইমপ্যাক্ট প্রিন্টার

এই ধরনের প্রিন্টার গুলো প্রিন্ট করার সময় কাগজের উপর কোন চাপ বা impact সৃষ্টি করে না। প্রিন্টারের সঙ্গে হেড কাগজের কোন যোগাযোগ ছাড়াই ছবি, অক্ষর, চিত্র প্রিন্ট করে।

নন ইমপ্যাক্ট প্রিন্টার কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়।

A. লেজার প্রিন্টার :

লেজার ব্যবহার করে প্রিন্ট করা হয় বলে এর নাম লেজার প্রিন্টার । সাদাকালো প্রিন্ট করার জন্য এই ধরনের প্রিন্টার সবথেকে বেশি ব্যবহার করা হয়। স্কুল কলেজ অফিস ইত্যাদী জায়গায় এই প্রিন্টার বেশি ব্যবহার করা হয অর্থাৎ অল্প সময়ে বেশি প্রিন্ট করার জন্য এই ধরনের প্রিন্টার ব্যবহার করা হয়। আশাকরি লেজার প্রিন্টার কি এই বিষয় টি বুজতে পারলেন।

B. ইঙ্কজেট প্রিন্টার :

কালি ছিটিয়ে বা কালি স্প্রে করে প্রিন্ট করা হয় বলে এর নাম ইনজেক্ট প্রিন্টার। সাধারণত কালার প্রিন্ট এর জন্য এই ধরনের প্রিন্টার সবথেকে বেশি ব্যবহার করা হয়। ইঙ্কজেট প্রিন্টার কি আশাকরি আপনরা এই বিষয়টি বুঝতে পারলেন।

C. থার্মাল প্রিন্টার :

এই প্রিন্টার গুলিতে এমন এক ধরনের বিশেষ কাগজ ব্যবহার করা হয় যা তাপের সংস্পর্শে আসার সময় উত্তপ্ত পিন ব্যবহার করে প্রিন্ট করে। এরকম প্রিন্টারে গুলি সাধারণত ব্যাংকে , শপিংমলে , Atm, অফিসে বেশি ব্যবহার করা হয়।

হ্যালো "Infobd71" বাসী ,আমি মোঃ আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Infobd71 আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।
MD Anwar

Related Post

Leave a Comment