Data Anty

ডাটা এন্ট্রি কি?কিভাবে শিখে আয় করা যায়??

Data Anty

ডাটা এন্ট্রি কি?কিভাবে শিখে আয় করা যায়??

ডাটা এন্ট্রি হলো কোনো নিদির্ষ্ট তথ্যকে কম্পিউটার এর মাধ্যমে তার ডাটা তৈরী করে একটি স্থান থেকে অন্য আরেকটি স্থানে সাবমিট করা৷ Data Entry গুলো হতে পারে হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারের মাধ্যমে টাইপ করা কিংবা কম্পিউটারের কোন একটি প্রোগ্রামের Data একটি Spreadsheet ফাইলে সংরক্ষণ করা ইত্যাদি।

বর্তমানে ডাটা এন্ট্রির চাহিদা অনেক বেশি৷ডাটা এন্ট্রি করে এখন অনেকে মাসে (৩০০-৫০০) ডলার বা এর বেশিও ইনকাম করছে৷

ডাটা এন্ট্রি করে ফ্রিল্যান্সিং  

বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন প্রতিষ্ঠান ডাটা এন্ট্রির কাজ দেয়। এর মধ্যে একটি হলো ফাইভার।

ফাইভারে নিজের নামে একাউন্ট করে কাজ খুঁজে নেওয়া যায়। প্রতিদিন গড়ে প্রায় ১০০-২০০ কোম্পানি ফাইভারে ডাটা এন্ট্রির কাজ দেয়।

আপনি, আপনার দক্ষতা দেখিয়ে সেখান থেকে কাজ নিয়ে নিতে পারেন। এবং, এর মাধ্যমে মাস শেষে অনেক টাকা উপার্জন করতে পারেন।

ক্যাপচা এন্ট্রি করে আয়

বাড়তি উপার্জনের জন্য ক্যাপচা এন্ট্রির কাজ করতে পারেন। এ কাজ করে আপনি মাসে ১৫০০০-২০০০০ টাকা উপার্জন করতে পারবেন।

এক্ষেত্রে, অবশ্যই আপনার টাইপিং স্পিড ভালো হতে হবে। কেননা, টাইপিং স্পিডের উপর নির্ভর করে আপনার আয় উঠা নামা করবে।

শুনে শুনে লিখে

অডিও শুনে শুনে ওয়ার্ড ফাইলে লিখে আপনি অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু, এজন্য আপনার শোনার ক্ষমতা প্রখর হতে হবে।

এমন যদি হয়, আপনি ঠিকঠাক মতো শুনলেন না, তবে ভুল তথ্য লিখে ফেলতে পারেন। আর, এই ভুল তথ্যটি ডাটা এন্ট্রির জন্য খুবই ক্ষতিকারক। 

এক্ষেত্রে, আপনার ইংরেজি বোঝার ক্ষমতা ভালো হতে হবে। কেননা, প্রতিটি শব্দ বুঝে শুনে সঠিকভাবে আপনার লিখতে হবে।

মাইক্রো জব

মাইক্রো জব একটি বিকল্প আয়ের মাধ্যম। বিশেষ করে, যারা টাইপিং সম্পর্কিত চাকরী খুঁজছেন। 

মাইক্রো জবের সাইটে আপনি কর্মী হয়ে কাজ করতে পারেন। এটি অন্যান্য কাজের চেয়ে তুলনামূলক সহজ। তাই, এই কাজের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ডাটা এন্ট্রি জব থেকে মাসে কত টাকা আয় করা সম্ভব ?

ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে মাসে লক্ষ টাকাও আয় করা যেতে পারে। আর অনলাইন মার্কেট প্লেসগুলোতে মাসে ১০ হাজার টাকা থেকে ২ লক্ষ বা তারও বেশি আপনি আয় করতে পারবেন। তবে এর সবটাই নির্ভর করবে আপনার কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতার উপর।

অনলাইন মার্কেট প্লেস আপওয়ার্কের ডিসেম্বরের সেরা ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার যুক্তরাষ্ট্রের ডানিয়েল এলিটর প্রতি ঘন্টা কাজের জন্য ৪০ ডলার (তিন হাজার টাকার অধিক) পেয়ে থাকেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন টাকা আয় করা সম্ভব । আমার মতে আপনার প্রশ্নটি হওয়া উচিত ছিল যে কতো টাকা পর্যন্ত আয় করা সম্ভব । 

হ্যালো "Infobd71" বাসী ,আমি মোঃ আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Infobd71 আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।
MD Anwar

Related Post

Leave a Comment