Apk upload to wordpress

কিভাবে ওয়ার্ডপ্রেসে অ্যান্ড্রয়েড অ্যাপস আপলোড করবেন??

ওয়ার্ডপ্রেস লাইব্রেরিতে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফাইল আপলোড করার জন্য আপনার জন্য দুটি সহজ পদক্ষেপ প্রয়োজন ।যাতে আপনারা কোনো সমস্যা ছাড়াই সরাসরি অ্যাপটি অপলোড করতে পারেন। 

কিভাবে Setting করবেন বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রক্রিয়াটি হল:

  • ১.একটি plugin ইন্সটল করতে হবে।
  • ২.plugin এ একটি কোড যোগ করে দিতে হবে।
  • Plugin টি ইন্সটল করুন এবং এক্টিভ করুন
  • “WP Add Mime Types” প্লাগইনটি ইনস্টল করুন
Apk upload pluging

add new plugin যাওয়ার পরে সার্চ বারে “WP Add Mime Types” লিখে সার্চ দিবেন।নিছের ছবির মত দেখতে পাবেন।

pluging apk upload

pluging টি এক্টিভ করার পরে settings অপশনে গেলে “Mime Type Settings” দেখতে পাবেন।নিছের ছবির মত দেখতে পাবেন।

pluging wordpress apk upload

তার পর”Mime Type Settings”যাওয়ার পরে একটি কোড দিয়ে সেভ অপশনে ক্লিক করলে হয়ে যাবে।

apk upload pluging wordpress

এই কোড টি “apk = application/vnd.android.package-archive” দিয়ে সেভ অপশনে ক্লিক করলে হয়ে যা্বে। এখন থেকে অপনি apk file upload করতে পারবেন/

pluging টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

হ্যালো "Infobd71" বাসী ,আমি মোঃ আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Infobd71 আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।
MD Anwar

Related Post

Leave a Comment