Bkash agent to robi airtel easyload

বিকাশ এজেন্ট থেকে রবি / এয়ার্টেল সিমে ইজিলোড নিয়ার সিস্টেম /BKash agent to Robi / Airtel Easyload system

আমরা যারা ইজিলোড এর ব্যাবসা করি অনেক সময় আমাদের সিমে টাকা শেষ হয়ে যায় বা অনেক সময় এসার আসেনা। সেই ক্ষেত্রে আমরা বিকাশ এজেন্ট সিম থেকে রবি বা এয়ার্টেল ইজিলোড সিমে ব্যালেন্স নিতে পারি সহজে।

কিভাবে ইজিলোড সিমে ব্যালেন্স নিবেন তা নিম্নে দেখানো হল।

  • ১ স্টেপ. প্রথমেই আপনার এজেন্ট অপ্সে লগিন করতে হবে।

  • ২ স্টেপ. বিকাশে লগিন করার পরে পেমেন্ট অপশনে গিয়ে ব্যাবসা সিলেক্ট করবেন

  • ৩ স্টেপ.ব্যবসা সিলেক্ট করার পরে নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন Robi Easyload / Airtel Easyload । এখানে আপনার যেই সিমে লোড প্রয়োজন সেই সিম সিলেক্ট করবেন।

  • ৪ স্টেপ.তার পরে আপনার ইজিলোড নাম্বার দিবেন, আর আপনার কন্টাক্ট নাম্বার দিবেন।

  • ৫ স্টেপ..তার পর আপানার বিকাশ এজেন্ট পিন কোড দিলে সাকসেস লেখা আসার সাথে সাথে ইজিলোড সিমে টাকা জমা হয়ে যাবে।

বিকাশ এর গল্প

বিকাশ’ একটি শব্দ যা উন্নয়নের কথা বলে – যার মাধ্যমে ত্বরান্বিত হয়েছে মানুষের সমৃদ্ধি আর সামাজিক প্রবৃদ্ধি। ২০১১ সালে যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিকে কার্যকর করতে দেশজুড়ে সবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় এখন টাকা লেনদেনের সমার্থক শব্দ হয়ে গেছে ‘বিকাশ করা’। নিরবচ্ছিন্ন মোবাইল আর্থিক সেবা প্রদানের পাশাপাশি বিকাশ হয়ে উঠেছে মানুষের স্বপ্নপূরণের সহযোগী, একইসাথে ডিজিটাল বাংলাদেশ অভিযাত্রার সহযাত্রী।

পার্টনার সমূহ

  • Brac bank
  • Money in motion LLC
  • International finance corporation
  • Bill & melinda gates foundation
  • Ant group
  • Soft bank

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 

হ্যালো "Infobd71" বাসী ,আমি মোঃ আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Infobd71 আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।
MD Anwar

Related Post

Leave a Comment