Ram and room

কম্পিউটারের র‍্যাম কি??ডেস্কটপ কম্পিউটারের র‍্যাম কি???

Ram and room

কম্পিউটারের র‍্যাম কি??
ডেস্কটপ কম্পিউটারের র‍্যাম
RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory। RAM সাধারণত মাদারবোর্ড এর সঙ্গে সংযুক্ত থাকে, এটি একটি সুপার ফাস্ট (super-fast) অস্থায়ী মেমোরি যা কম্পিউটার, মোবাইল বন্ধ বা switched off করলে তার কাজ শেষ হয় এবং এর মধ্যে থাকা সব ইনফরমেশন বা তথ্য মুছে যায়।

ধরুন আপনি মোবাইল কে কোনো নির্দেশ দিলেন যেমন কোনো একটি গেম এপ্লিকেশন এ টাচ করলেন, সেই নির্দেশ সিপিইউ (processor) এর কাছে যাবে এবং সিপিইউ সেই নির্দেশ RAN কে দিবে। এবার RAM সেই ফাইল বা গেম কে storage (ইন্টারনাল মেমরি/হার্ডডিস্ক) থেকে নিয়ে run করবে তারপর আপনার সেই গেম ওপেন হবে।

ROM এর পূর্ণরূপ হল Read Only Memory। এটিও রাম এর মত গুরুত্বপূর্ণ একটি অংশ। ROM একটা কম্পিউটার সিস্টেমের প্রাথমিক স্টোরেজ ডিভাইস। এটির আকার শিল্পের মতো যা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। এটি কম্পিউটারে Built in memoy হিসেবে থাকে। এটিতে RAM এর মত কম্পিউটার বা মোবাইল বন্ধ করলে সব ডাটা চলে যায় না বরং সবকিছু মেমোরিতে ইন্সটল হয়ে থাকে। RAM এর স্পীড ROM এর থেকে কম

হ্যালো "Infobd71" বাসী ,আমি মোঃ আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Infobd71 আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।
MD Anwar

Related Post

Leave a Comment