- বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার সময় যে ৫টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে
- ১। জন্ম সনদের ছবি স্পষ্ট হতে হবে
- ২। জন্ম সনদের ছবি থেকে নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার সংগ্রহ করবে, তা বিকাশ অ্যাপে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে
- ৩। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেয়া হবে, তার নাম জন্ম সনদের সাথে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে
- ৪। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেয়া হবে, বিকাশ নাম্বারটি অবশ্যই তার নামে হতে হবে
- ৫। নিজের চেহারার ছবি পর্যাপ্ত আলোর সামনে দাঁড়িয়ে এবং মানানসই ও শালীন পোশাক পরিহিত অবস্থায় তুলতে হবে
- প্রথমে আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করুন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন

- তারপর রেজিস্ট্রেশন অপশনে দিয়ে ক্লিক করুন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

- তারপর আপনার নম্বরটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

- স্টুডেন্ট একাউন্ট খুলতে আইডির ধরন হিসেবে জন্ম নিবন্ধন সিলেক্ট করুন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

- তারপর আপনার জন্ম নিবন্ধনটি স্ক্যানিং করুন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

- স্ক্যানিং করার পর আপনার তথ্যটি যদি সঠিক থাকলে তারপরে ওকে করে দিন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

- জন্ম নিবন্ধনের লিঙ্গ এবং আরো অন্য কিছু তথ্য দিয়ে ওকে করবেন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

নমনি হিসেবে মা-বাবাকে বেছে নাও তারপর একটি বিকাশ সচল নাম্বার দিবেন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

- তারপর আপনার ছবি তুলুন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন,

- ছবি তোলার পর আপনার তথ্যটি সাবমিট হয়ে যাবে।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন,

- তারপর আপনার মা-বাবার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট করুন।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন,

- ভেরিফিকেশন কোড দেয়ার পর আপনার ৫ সংখ্যার পিন সেট করুন! যেটি দিয়ে আপনি টাকা তুলেবেন।।তার পরে নিচের ফিসারটির মত দেখতে পাবেন।

- সবকিছু দেয়ার পর আপনার বিকাশ টি ওপেন হয়ে যাবে। এখন থেকে বিকাশে লেনদেন করতে পারবেন।
ডিজিটাল জন্ম সনদ” কী?
উত্তর: ডিজিটাল জন্ম সনদ হল জন্ম সনদের একটি টাইপ করা ফর্ম যা নির্ধারিত সরকারি কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত এবং তা হাতে লিখিত জন্ম সনদ নয়।
গ্রাহকের ১৮ বছর হলে স্টুডেন্ট একাউন্টের কী হবে?
উত্তর: গ্রাহক একাউন্টটি চালিয়ে যেতে পারবেন, তবে রেগুলার একাউন্টের অন্যান্য সেবাগুলো ব্যবহার করতে পারবে না।