০১ স্টেপ: বিকাশ সেভিংস একাউন্ট বা বিকাশ ডিপিএস খুলার জন্য প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করলে নিচের ছবিটির একটি ইন্টারফেইস আসবে আপনার সামনে।

০২স্টেপঃ সেভিংস অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি নতুন ইন্টারফেইস আসবে।

০৩স্টেপঃ নতুন সেভিংস খুলুন অপশনটিতে ক্লিক করলে আপনি আবারও নতুন একটি ইন্টারফেইস দেখতে পাবেন।

০৪স্টেপঃ ডিপিএস বা ইসলামিক অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি ইন্টারফেইস আসবে।

০৫স্টেপঃ উপরের নিয়মে যেকোনো একটি অপশন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেইস আসবে।

০৬স্টেপঃ এগিয়ে যান অপশনে ক্লিক করার পর আবারো আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

০৭স্টেপঃ প্রতিষ্ঠান সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন পরবর্তী পেজটি চলে আসবে।

০৮স্টেপঃ এবার আপনার সামনে আরও একটি নতুন পেইজ আসবে।

০৯স্টেপঃ এগিয়ে যান এ ক্লিক করলে আপনার আরও একটি পেজ আসবে।

১০স্টেপঃ উপরের সব কিছু ঠিক থাকলে আপনার পিন কোন দিয়ে ওকে করে দিন

আমরা সংক্ষিপ্তভাবে এক নজরে বিকাশ সেভিংস একাউন্ট খুলার নিয়ম দেখে নি।
- বিকাশ অ্যাপ ওপেন করুন।
- হোমপেজে থাকে ‘সেভিংস’ অপশনে ক্লিক করুন।
- নতুন সেভিংস খুলুন অপশনে ক্লিক করুন।
- মুনাফাভিত্তিক ডিপিএস একাউন্ট নাকি ইসলামি ডিপিএস একাউন্ট তা নির্বাচন করুন।
- কেন সেভিংস করতে চান তা সিলেক্ট করে দিন।
- কত মাস মেয়াদে কত টাকার ডিপিএস করতে চান তা সিলেক্ট করে দিন।
- কোন প্রতিষ্ঠান থেকে ডিপিএস খুলতে চান তা নির্বাচন করে দিন।
- নমিনি যোগ করা না থাকলে একজন নতুন নমিনি যোগ করুন।
- তারপর আপনার সেভিংস একাউন্টের প্রথম বিল জমা করুন।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ডিপিএসের বিস্তারিত:
- জমার পরিমাণ:
- প্রতি সপ্তাহে ২৫০/৫০০/১,০০০/২,০০০/৫,০০০ টাকা
- প্রতি মাসে ৫০০/১,০০০/২,০০০/৩,০০০ টাকা
- ডিপিএসের মেয়াদ: ৬ মাস অথবা, ১/২/৩/৪ বছর
- মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে কোনো খরচ লাগবে না
- দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারী শুল্ক প্রযোজ্য হবে